গাজীপুরের শ্রীপুরে চাঁদার দাবিতে কারখানায় হামলা চালিয়ে তিতাস গ্যাস লাইন স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে এক বিএনপি নেতা। শ্রীপুর উপজেলার নয়নপুর ধনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মজিবুর মোল্লা ও সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ্ নেতৃত্ব হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় স্যালবো ক্যামিকেল কারখানার অনুমোদিত গ্যাস লাইনের কাজ বন্ধ করে দেয় । ড্রেন খননের কাজ করা একটি ভ্যাকো নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কারখানার ব্যবস্থাপক আব্দুস সামাদ খোকন সাহেবের সাথে ফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেনি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কারখানার গ্যাস লাইন স্থাপনের জন্য স্থানীয় বিএনপি নেতা আয়াতুল্লাহ ও মুজিবুর মোল্লা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালায় তারা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায় । তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আয়াতুল্লাহ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.