• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]

ড. ইউনূসের ক্ষমতায় আসা নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিস্ফোরক স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-উর রশিদ। ড. ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার ( ১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এ দাবি করেন। হারুন-উর রশিদ মরক্কোতে বাংলাদেশি রাষ্ট্রদূত ছিলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন। বিষয় : ড. ইউনূসের অধীনে বাংলাদেশের নৈরাজ্যের দিকে পতন- বিশ্বের নীরবতা বেদনাদায়ক। শুরুতে তিনি বলেন, মানবতার বিবেকের কাছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ছড়িয়ে দেওয়া বর্বরতার কবলে বাংলাদেশ। লাখ লাখ মানুষ একটি অসম্ভব বাস্তবতার মুখোমুখি। তাদের জন্য হয় মৃত্যু, নির্বাসন অথবা মৌলবাদী চরমপন্থা।

৫ আগস্ট ২০২৪ তারিখে, জাতি তার সবচেয়ে অন্ধকারতম পতিত হয়েছিল- একটি সূক্ষ্মভাবে সমন্বিত সন্ত্রাসী হামলার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে তার ভিত্তি ভেঙে দেয়। তখন দেশ জ্বলছিল এবং শৃঙ্খলা ধসে পড়েছিল। এমন সময়ে ড. ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলে নেন।

ইতিহাস এটা কিভাবে মনে রাখবে? সম্ভবত সবচেয়ে বিধ্বংসী সফল সন্ত্রাসবাদ এটি, যা রাতারাতি একটি পুরো জাতিকে নতুন করে তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১