• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৬ পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ সদস্যদের বহনকারী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকায় ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান, কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজিজ এবং গাড়িচালক আরাফাত ইসলাম আহত হয়েছেন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যথাক্রমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্য পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো ডিউটি শেষে উপজেলার জাঙ্গালিয়া কবরস্থান এলাকা থেকে থানা পুলিশের একটি টিম থানার উদ্দেশ্যে ফিরছিলেন। পথে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী এলাকায় তাদের বহনকারি লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা বিদ্যুতের পিলারে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়।

পরে খবর পেয়ে তাৎক্ষণিক আড়াইহাজার থানা পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, দুর্ঘটনায় সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাত লেগেছে। এছাড়া কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁতের অর্ধেক ভেঙে গেছে এবং গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে হাঁটুর নিচে জখম হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১