বাংলাদেশ সফরে এসেছেন স্পেস এক্সের গ্লোবাল এনগেইজমেন্ট অফিসার রিচার্ড গ্রিফিথ। তার এ সফর নিয়ে টুইটবার্তা দিয়েছেন জাতিসংঘের সাবেক স্থায়ী সংবাদদাতা ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
শুক্রবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ বিষয়ে পোস্ট করেন।
আনসারী লিখেন, আপনার বাংলাদেশ সফরের জন্য কৃতজ্ঞতা এবং নোবেলবিজয়ী অর্থনীতিবীদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আপনার সম্পৃক্ততার জন্য ধন্যবাদ।
তিনি বলেন, ক্ষুদ্রঋণ এবং উন্নত বিশ্বের জন্য নতুন দৃষ্টিভঙ্গি সম্পর্কে আপনার আলোচনা উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং সম্প্রীতির উপর নির্মিত ভবিষ্যতের আশা জাগায়। আপনার প্রচেষ্টায় অব্যাহত সাফল্য কামনা করছি!
এর আগে রিচার্ড গ্রিফিথ এক পোস্টে বলেন, আজ ঢাকায় নোবেলবিজয়ী অর্থনীতিবীদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, ইফতার, ক্ষুদ্রঋণ নিয়ে ফলপ্রসূ আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি পোস্টে মুশফিকুল ফজল আনসারীকে ম্যানশন করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.