উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সফরের অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের তৈরি নানা হস্তশিল্প ও দৈনন্দিন ব্যবহারের পণ্য পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা নারী-পুরুষদের তৈরি করা পোশাক, ব্যাগ, বাঁশ ও পাটের পণ্য, কাঠের শিল্পকর্ম এবং অন্যান্য হস্তশিল্প দেখেন।
শুক্রবার (১৪ মার্চ ) বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মাল্টিপারপাস সেন্টারে এসব পরিদর্শন করেন তিনি।
এ সময় জাতিসংঘ মহাসচিব এসব পণ্য দেখে প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে উৎসাহিত করেন বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতা নুরুল আমিন। তিনি বলেন, ‘মহাসচিব বলেছেন এই উদ্যোগগুলো রোহিঙ্গাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারে।’
জমিলা নামের একজন রোহিঙ্গা হস্তশিল্পী বলেন, ‘আমাদের তৈরি ব্যাগ ও কাপড়ের প্রতি জাতিসংঘ মহাসচিবের আগ্রহ দেখে খুব ভালো লাগছে। তিনি আমাদের কাজের প্রশংসা করেছেন, যা আমাদের আরও অনুপ্রাণিত করবে।’
রোহিঙ্গারা জানান, তিনি আমাদের অভিভাবক হয়ে ক্যাম্প পরিদর্শনে এসেছেন, আমাদের কাজ দেখেছেন এবং আমাদের জীবনযাপনও দেখেছেন। আমরা আমাদের দাবিগুলো তাকে জানিয়েছি। তিনি বিষয়গুলো দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.