রাতে তিন দিক খোলা একটি ছাউনির নিচে শুয়ে ছিলেন এক যুবক। সেখানে চৌকিতে শুয়ে ফোন ঘাঁটছিলেন তিনি। চৌকির ঠিক পাশে শুয়ে ছিল তার পোষ্য কুকুর। এমন সময় সেখানে হানা দেয় চিতাবাঘ।
চুপি চুপি কুকুরটির কাছে যায় চিতাবাঘ। ততক্ষণ পর্যন্ত যুবক কিছুই টের পাননি। এরপর এক ঝলকে কুকুরের ঘাড় কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি।বাঘটি কুকুরকে নিয়ে চলে যাওয়ার সময় যুবক বিছানায় উঠে বসেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
ঘটনাটি ঘটেছে ভারতের পুণেতে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, রোববার রাত সাড়ে ৩টার দিকে পুণেতে এই ঘটনা ঘটে। ওই যুবক যখন বুঝতে পারেন, বাঘ হানা দিয়েছে তখন তিনি চিৎকার শুরু করেন। এতে বাঘ কুকুরটিকে ফেলে চলে যায়। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কুকুরটিও।এ ভিডিও দেখে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, এ ধরনের ছাউনিতে রাতে থাকলে আরও সতর্ক হতে হবে। নয়তো বড় ধরনের বিপদ ঘটার সম্ভাবনা প্রবল।