ঐতিহ্যবাহী আফগান পোশাক পরিহিত কিছু ব্যক্তি গভীর মনোযোগ দিয়ে কিছু একটা সেলাই করছেন। একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে, এটি কোনো গার্মেন্টস বা সেলাইয়ের কারখানা নয়।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, এসব ব্যক্তি একটা সময় বাজে সঙ্গে পড়ে খারাপ জগতে বুঁদ হয়েছিলেন। ফলে, সমাজ থেকে একঘরে হয়ে পড়েন তারা। কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি আফগানিস্তানের ইসলামিক সরকার।
এসব মানুষকে সম্মানের সাথে সমাজে বসবাস করার সুযোগ করে দিতে সংশোধনাগার তৈরি করে আফগান প্রশাসন। সেখানেই চিকিৎসার পাশাপাশি তাদের এমন সব কাজ শেখানো হয়, যেগুলো করে তারা সংসার চালাতে পারবেন। আবারও ফিরে যেতে পারবেন সুস্থ ও স্বাভাবিক জীবনে।
আফগান সংবাদমাধ্যমগুলো বলছে, এ ধরনের ৬০০ ব্যক্তিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা হয়েছে। তারা এখন হালাল কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবে।
তথ্য বলছে, অন্ধকার জীবন ছেড়ে স্বভাবিক জীবনে আসা এসব মানুষকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে। এগুলো দেখিয়ে সংশ্লিষ্ট খাতগুলোতে তারা কাজের সুযোগ পাবে বলে জানায় আফগান প্রশাসন।
টোলো নিউজ জানিয়েছে, প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের ২০০ ডলার সমপরিমাণের যন্ত্রাংশ দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকার কিছু কম। প্রাথমিকভাবে এসব যন্ত্রাংশ ব্যবহার করেই এই ব্যক্তিরা শুরু করবেন নিজেদের ব্যবসা।
বর্তমানে রাষ্ট্র হিসেবে ইসলামি আমিরাতের হাতে রয়েছে খুব স্বল্প সম্পদ। কিন্তু ইনসাফ ও সসমবণ্টনের মাধ্যমে সেই স্বল্প সম্পদ দিয়েই অবাক করা সব কাজ করে যাচ্ছে দেশটির বর্তমান প্রশাসন। বিপথগামী এসব মানুষকে জীবনে ফিরিয়ে এনে হালাল উপার্জনের ব্যবস্থা করে দিয়ে তার আরও একটি নজির গড়ল আফগান সরকার।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.