শ্রীপুর কলেজের অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম.এম ফারুককে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেন।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টায় শ্রীপুর থানা রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এসময় সাংবাদিকরা তাদের বক্তব্যে দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক এম.এম ফারুককে ফেসবুক ম্যাসেন্জারে হত্যার হুমকি দাতাদের খুঁজে বের করে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।