সংবাদ মাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গণমাধ্যমের স্বাধীন ও নিরপেক্ষ কার্যক্রম জাতির গতিপথ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ মাধ্যমের গুরুত্ব অনুধাবন করে মিডিয়ার সঙ্গে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য ১১ সদস্য বিশিষ্ট ‘কেন্দ্রীয় মিডিয়া সেল’ গঠন করেছে।
শনিবার (১৫ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ মাধ্যমের স্বার্থ সংরক্ষণে সক্রিয় থাকার লক্ষে গঠিত কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক মনোনীত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, প্রধান সমন্বয়ক মনোনিত হয়েছে কে এম শরীয়াতুল্লাহ।
সদস্য হিসেবে মনোনিত হয়েছেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খাইরুল কবীর, যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাইখ আবু বকর সিদ্দিক আল মাদানীসহ শ্রমিক আন্দোলন, আইনজীবী পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রচার সম্পাদকরা।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.