ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি পোশাক কারখানায় শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত কাজ (ওভারটাইম) করার সময় গতকাল বুধবার তাঁরা কারখানায় অসুস্থ হয়ে পড়েন। ত্রিশালের রামপুর ইউনিয়নের বীর রামপুর এলাকায় ‘জেওসি বিডি গার্মেন্টস কোম্পানি লিমিটেড’ নামের একটি কারখানায় ওই ঘটনা ঘটে। এ ঘটনার পর আজ কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, কারখানায় কাজ করতে যাওয়া শ্রমিকেরা গতকাল বেলা ১১টার পর থেকে অসুস্থবোধ করতে থাকেন। শ্রমিকেরা প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময়ে কাজ করার পর রাত ১০টা পর্যন্ত ওভারটাইম করেন। গতকাল সন্ধ্যার পর হঠাৎ শ্রমিকেরা অচেতন হয়ে পড়তে থাকেন। এ অবস্থায় ১৩ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিয়ামুল হোসাইন বলেন, শ্রমিকেরা দুপুর ১২টা থেকে অসুস্থবোধ করলে কারখানার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন বলে কারখানা কর্তৃপক্ষ জানায়। শরীরে চিনির পরিমাণ কমে যাওয়া, গরমের কারণে পানিশূন্যতা থেকে এমনটি হতে পারে। দিনের বেলায় শ্রমিকেরা অসুস্থ হলেও কেউ হাসপাতালে আসেনি। তিনি বলেন, শ্রমিকদের সবার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম ছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.