• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ন্যাশনাল এনাটমি অলিম্পিয়াডে চমেকের ১২ জন চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ১৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

দেশের একমাত্র ন্যাশনাল এনাটমি অলিম্পিয়াড সিজন-টু এর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এবং চমেক ডেন্টাল ইউনিটের বাছাই পর্বে ১২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকালে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের নিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় এমবিবিএস ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- আহমেদ ইয়াসিন, জাওয়াদ আরহাম, লাবিবা ফাইরুজ, তানভীর মাহমুদ, সালমান তারেক ও স্বামীর ইয়াসার চৌধুরী। এছাড়াও বিডিএস ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- সুমাইয়া শাহরিন, আতিফ শর্মিলা, শিমুল চন্দ্র ভৌমিক, নাহমির চৌধুরী, তানজিনা আক্তার ও ইসরাত জাহান।

চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এনাটমি বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং হেলথ স্কুলের সদস্যরা।

হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতে দক্ষ পেশাজীবন গড়ে তোলার সুযোগ রয়েছে। মেডিকেল শিক্ষা জীবনের শুরু থেকেই পেশাদার মনোভাব তৈরি করা এবং মেডিকেল শিক্ষাকে আরও আনন্দময় করে তুলতে এনাটমি অলিম্পিয়াডের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মনে করি, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কর্মজীবনে কাজে আসবে।

প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রামের প্রথম আইএসও এক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার ও মেডিকেল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাব এর অ্যাকাডেমিক প্ল্যাটফর্ম হেলথ স্কুলের যৌথ আয়োজনে ১২০টি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের প্রায় দুই হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী চলছে দ্বিতীয় এনাটমি অলিম্পিয়াড ২০২৫ এর বাছাই পর্ব।

পরে ১২০টি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিট থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৫ এপ্রিল চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১