বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল এবার ফুটবলের বাইরে ভিন্ন এক মঞ্চে নাম লেখালেন। না তিনি ফুটবল ছেড়ে কোথাও যাননি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রেসলিং কোম্পানি WWE স্পেনে আয়োজন করে এক ইভেন্টের। আর সেই ইভেন্টেই যোগ দিয়েছেন বার্সার এই ভবিষ্যৎ তারকা, শুধু সেখানে যোগ দেননি সেখান থেকে পেয়েছেন নিজের নামখচিত স্বর্ণের বেল্টও।
WWE এর Smackdown ইভেন্টে যোগ দিয়ে তিনি সাক্ষাৎ করেছেন রেসলিং কিংবদন্তি ট্রিপল এইচ এবং বর্তমান WWE চ্যাম্পিয়ন কোডি রোডসের সঙ্গে। শুধু তাই নয়, স্মরণীয় মুহূর্ত হিসেবে পেয়েছেন নিজের নামে খোদাই করা স্বর্ণের WWE বেল্ট!
ইয়ামাল একা নন, তার সঙ্গে ছিলেন বার্সেলোনার দুই তরুণ সতীর্থ আলেহান্দ্রো বালদে এবং হেক্টর ফোর্ট। তিনজনকেই দর্শকরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান, আর ইয়ামাল বেল্ট উঁচিয়ে সেই আনন্দের প্রতিক্রিয়া দেন।
ট্রিপল এইচ এবং আরেক WWE তারকা ড্রু ম্যাকইনটায়ার সোশ্যাল মিডিয়ায় ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ট্রিপল এইচ লেখেন, ‘বার্সার উজ্জ্বল ভবিষ্যৎ এই তরুণদের হাতেই!’
WWE-তে স্বর্ণের শিরোপা বেল্ট জিতলেও ইয়ামালকে আসল লড়াই করতে হবে মাঠে। রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ লা লিগা ম্যাচে বার্সার হয়ে খেলতে নামবেন তিনি। এরপর আন্তর্জাতিক বিরতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলতে স্পেন দলে যোগ দেবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.