ময়মনসিংহ নগরীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে নির্মাণশ্রমিক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। যুবককে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম (২৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাটে তাঁর বাড়ি। নগরীর মাসকান্দা এলাকায় নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু বাসায় ফেরার পথে উত্ত্যক্ত করেন আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন তা দেখে যুবকটিকে আটক করেন। তাঁকে আটকে মারধর করা হয়। এক মাস আগেও একই এলাকার আরেক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে পুলিশের হাতে দিতে চাননি। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, আমিরুল মেয়েদের একা পেলেই উত্ত্যক্ত করতেন বলে দাবি স্থানীয়দের। তাঁর বিরুদ্ধে উত্ত্যক্ত করার ধারায় মামলা হয়েছে।