• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

শিশুকে শ্লীলতাহানির ঘটনায় আ.লীগ নেতা কারাগারে

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ১৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ফেনীর সোনাগাজীতে ১১ বছর বয়সী একটি কন্যা শিশুকে মুদি দোকানে শ্লীলতাহানির ঘটনায় আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) বিকেলে আদালতের নির্দেশে আসামিকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কামাল উদ্দিন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চর লামছি গ্রামের আবুল কালাম মেম্বার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে চর লামছি গ্রামের স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণি পড়ুয়া একটি শিশু স্থানীয় কমান্ডার বাজারের মুদি দোকানি কামাল উদ্দিনের দোকানে চিপস কিনতে যায়। সেখানে অন্য কোনো লোকজন না থাকায় কামাল উদ্দিন শিশুটিকে দোকানের ভেতর নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।

একপর্যায়ে দোকানের সামনের রাস্তায় কিছু পথচারী আসতে দেখলে কামাল উদ্দিন শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে ফিরে গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানালে তার মা বাদী হয়ে কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন বলেন, শিশুকে শ্লীলতাহানির ঘটনায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আদালতের নির্দেশে আসামিকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১