• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
গণপরিবহনে নারী নির্যাতন, অ্যাপসে চাপ দিলেই মামলা নেবে পুলিশ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে ধর্ষণ নামক ব্যাধি থেকে মুক্তি পেতে মহিলা জামায়াতের মানববন্ধন ‘এলডিসি গ্র্যাজুয়েশন হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে’ শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান খেলাঘরের ময়মনসিংহে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ত্রিশালে একের পর এক শ্রমিক অসুস্থের ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা, তদন্ত কমিটি টিউলিপের বিরুদ্ধে বোনের নামে ফ্ল্যাট হস্তান্তরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ যানজট নিরসনে তরুণ উদ্ভাবকদের বৃত্তি দেবে দুবাই পানামা খাল দখলে আরও অগ্রসর হলেন ট্রাম্প

শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান খেলাঘরের

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলে উচ্চ আদালতে এক সপ্তাহের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

সেইসঙ্গে শিশু নিপীড়নকারীদের আদালতে আইনি সহায়তা না দেওয়া এবং আইনের ফাঁকফোকর গলিয়ে অপরাধীরা যেন বেরিয়ে যেতে না পারে, এ ব্যাপারে রাষ্ট্রপক্ষসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কট করারও আহ্বান জানিয়েছে খেলাঘর।

শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আছিয়াসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের ওপর পাশবিক নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে খেলাঘর আসরের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা এসব দাবি জানান।

এতে অংশ নিয়ে শিশুরাও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে সমাজে বেড়ে ওঠার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। সেইসঙ্গে শিশুদের ওপর সব পাশবিক নির্যাতন বন্ধেরও দাবি জানায় তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নাগিয়স রত্না, সাধারণ সম্পাদক প্রণয় সাহা, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান শহীদ, অধ্যক্ষ শরীফ আহমেদ, হান্নান চৌধুরী, প্রবীর সাহা, হাফিজুর রহমান মিন্টু, সাংবাদিক রাজন ভট্টাচার্য, সাহানা আক্তার লাকী, সাউফুজ্জামান শোভন, সামিনা জাহান প্রমুখ।

শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে কন্যাশিশুদের নিয়ে অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত। সমাজে মানবিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কন্যা শিশুদের ভোগ্যপণ্য বিবেচনায় নিয়ে একদল নরপিশাচ এ ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। তাদের ধারণা সমাজে ন্যায় বিচার নেই। আইনের শাসন ঢিলেঢালা।

কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন অপকর্মকারীদের পক্ষে অবস্থান নেয়। যার ধারাবাহিকতায় বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে। তেমনি অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন অনেকেই। কোনো কোনো ক্ষেত্রে গুরুতর অপরাধে নামমাত্র সাজা হচ্ছে। এসব নজির অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।

সুষ্ঠু বাঙালি সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে মানবিক সমাজ গড়ে তোলার দাবি জানিয়ে তারা বলেন, অপরাধ দমনে সুস্থ ধারার সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই। তেমনি মানবতাবাদী দর্শনে মানুষকে উজ্জীবিত করতে হবে। সেইসঙ্গে শিশুদের সব প্রকার সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানান খেলাঘর সংগঠকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১