• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
সীমান্ত ঘেষা গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া দুজন তামান্না ও ফারহানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিসিএস ক্যাডার হতে চায় স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না গরমে শরীর চাঙ্গা হবে যে ৩ শরবতে বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : মুরাদ নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে : মির্জা ফখরুল ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফান্ডেউশন আবরার হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর চায় জামায়াত ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার নির্দেশনা মহানগর পূর্ব ছাত্রদলের কিছু চাঁদাবাজ দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেওয়া যাবে না : ইশরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান, ইয়েমেনিদের হত্যা বন্ধ করুন

মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান, ইয়েমেনিদের হত্যা বন্ধ করুন

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ১৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরান ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়ানো বন্ধ করার আহ্বান করে।

রোববার (১৬ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হুতিদের ওপর হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের। ১৯৭৯ সালেই সেই যুগের অবসান হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরও বলেন, ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ। ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন। ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। অন্যথায় কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন তিনি।

হুথিদের প্রধান মিত্র ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে অবিলম্বে হুতিদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। যদি ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, তাহলে আমেরিকা কঠোর জবাব দেবে। এটা ইরানের জন্য ভালো হবে না।

প্রতিবেদনে আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) রাত থেকে ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী। লোহিত সাগরে মার্কিন ও মিত্রদেশগুলোর বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার জবাবে এ অভিযান চালানো হয়।

একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই হামলা কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।

হুথি রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলে, আমেরিকার এই কাপুরুষোচিত আগ্রাসন আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর নীতিকে পরিবর্তন করবে না। তারা আরও জানিয়েছে, এই হামলার পাল্টা জবাব দেয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত।

গাজায় ইসরায়েলি অবরোধ বন্ধ না হলে ইরান সমর্থিত হুতিরা ইসরায়েলি জাহাজে নতুন করে হামলার হুমকি দিয়েছিল। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালালো, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১