• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, যে আহ্বান জানাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৬ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে এ বিষয়ে আলোচনা করেন। ল্যাভরভের বক্তব্যে বলা হয়েছে, অবিলম্বে শক্তির ব্যবহার বন্ধ করা জরুরি এবং রক্তপাত রোধ করতে সব পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেন। এর পরদিনই মার্কিন সামরিক বাহিনী সানাসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালায়, যার ফলে বেসামরিক নাগরিকসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

ট্রাম্প বলেন, লোহিত সাগরে বিদেশি জাহাজে হামলার প্রতিক্রিয়া হিসেবে এই সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। এই হামলার ফলে আরও কয়েকদিন ধরে সংঘর্ষ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে হুথিরাও হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে ল্যাভরভের আহ্বান প্রমাণ করে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই সংঘাতের দিকে নজর দেওয়া হচ্ছে এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হচ্ছে। রাশিয়ার এই উদ্যোগের প্রেক্ষাপটে, বিভিন্ন দেশের সরকার ও সংস্থা বর্তমানে ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

বিশ্লেষকরা বলছেন, যদি দ্রুত কূটনৈতিক আলোচনা শুরু না হয়, তবে ইয়েমেনে মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠবে, যা দেশটির জনসংখ্যার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১