• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]

ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার নির্দেশনা মহানগর পূর্ব ছাত্রদলের

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ১২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সামনের দিনগুলোতে যে কোনো প্রকার ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা মহানগর পূর্ব শাখার ছাত্রদের নেতারা সংগঠনটির কর্মীদের গুপ্ত সংগঠন ও অনুপ্রবেশকারীদের বিষয় সতর্ক থাকারও নির্দেশনা দিয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর খিলগাঁও রেলগেট স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভা ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর পূর্বের নেতারা তৃণমূলের কর্মীদের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা করছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। এই শাখার আওতাধীন ২৭টি ওয়ার্ড রয়েছে। ১ মার্চ থেকে ওয়ার্ডভিত্তিক এই কর্মিসভা শুরু হয়েছে। আগামী ১৩ মের মধ্যে বাকি ওয়ার্ডগুলোতে কর্মিসভা সম্পন্ন হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই ওয়ার্ডভিত্তিক কর্মিসভা করছে ছাত্রদল।

সমাবেশে শহীদ নুরুজ্জামান জনির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং জনির খুনিদের বিচার দাবি করা হয়। পাশাপাশি সমাবেশ থেকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

আজকের সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া। প্রধান বক্তা ছিলেন মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। সভায় আরও বক্তব্য দেন সংগঠনের জ্সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধূরী আদিত্য, সহ সভাপতি আরমান হোসেন বাপ্পি, আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজিব ও রশিদ উল ইসলাম তানজিম, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ।

সভার সভাপতিত্ব করেন খিলগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান হীরা এবং সঞ্চালন করেন খিলগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১