• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বাস থেকে ৭ পর্যটককে নামিয়ে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ২৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা একটি পর্যটকবাহী বাসে হামলা চালিয়ে সাতজন পর্যটককে গুলি করে হত্যা করেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। বাসটি পর্যটকবাহী পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তান যাচ্ছিল। খবর এএফপির।

কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর তারা পাঞ্জাব প্রদেশের যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এই ঘটনায় আর কেউ আহত হয়নি, তবে হত্যাকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি।বেলুচিস্তান একটি উত্তেজনাপূর্ণ এলাকা, যেখানে সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে। আফগানিস্তান এবং ইরানের সীমান্তের কাছাকাছি এই অঞ্চলে গত কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়েছে।

বিশ্লেষকরা জানান, পাকিস্তানে হামলার সংখ্যা গত বছর বেড়ে গিয়ে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ২০২৫ সালের প্রথম মাসে ৬৭ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গত বছর পাকিস্তানে প্রায় ১ হাজার ৬০০ জন মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৬৮৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮