• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]

অক্টোবরে তপশিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন : আসাদুজ্জামান রিপন

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩১ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা খুবই তৎপর। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতেই কুয়েটে হামলার ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, আগে সেনাপ্রধান বলেছেন একটি ভালো নির্বাচনের জন্য ১৮ মাসই যথেষ্ট। সেনাবাহিনী গণঅভ্যুত্থানের সহযোগী। আমরা চাই তার এ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুক সরকার। অক্টোবরে তপশিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন।রিপন বলেন, সংস্কারের নামে বছরের পর বছর ক্ষমতা যারা থাকতে চায়, তাদের হুঁশিয়ারি দিতে চাই। জাতীয় নির্বাচনের আগে দেশে কোনো স্থানীয় সরকার নির্বাচন নয়। অক্টোবরের মধ্যে তপশিল ঘোষণা করুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফরিদপুর শহরের থানা রোডে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার দাবিতে দেশব্যাপী দশ দিনের গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও জুলফিকার হোসেন জুয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮