• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সম্প্রচারে ফিরছে আফগান নারীদের ‘রেডিও বেগম’

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ২৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

আফগানিস্তানে নারীদের জন্য বিশেষায়িত একমাত্র রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ আবার সম্প্রচারে ফিরতে চলেছে। কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আরব নিউজ-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।২০১১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ যাত্রা শুরু করে, যা মূলত নারীদের জন্য শিক্ষামূলক এবং স্বাস্থ্যসেবাবিষয়ক প্রোগ্রাম প্রচার করত। মাত্র পাঁচ মাস পর, ২০২১ সালে, তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে এবং তখনো রেডিও স্টেশনটি নিয়মিত সম্প্রচার চালিয়ে যাচ্ছিল।

কিন্তু কিছুদিন পর ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ এবং ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে তালেবান সরকার রেডিও বেগমের সম্প্রচার বন্ধ করে দেয়

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে জানায়, রেডিও বেগম কর্তৃপক্ষ সম্প্রচার পুনরায় চালুর জন্য একাধিকবার আবেদন করেছে।

সম্প্রতি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে, তাদের কার্যক্রম ‘সাংবাদিকতার নীতিমালা এবং ইসলামিক আমিরাতের বিধি অনুযায়ী’ পরিচালিত হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের লঙ্ঘন করা হবে না। এর পরেই রেডিও বেগমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তবে, তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রেডিও বেগম, যা আফগানিস্তানের নারী জনগণের জন্য স্বাস্থ্যমূলক, শিক্ষা ও সামাজিকবিষয়ক প্রোগ্রাম প্রচার করে, আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলাভিত্তিক গণমাধ্যম হিসেবে বিবেচিত। সম্প্রচার পুনরায় শুরু হওয়ার ফলে দেশটির নারী জনগণের জন্য তথ্য, শিক্ষা এবং সচেতনতার একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮