• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ৩৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশকে দেওয়া ২৯ মিলিয়ন ডলারের অনুদান নিয়ে আবারও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের জন্য যুক্তরাষ্ট্র যে অর্থ বরাদ্দ করেছিল তা ব্যবহার করা হয়েছে উগ্র বামপন্থি কমিউনিস্টদের ক্ষমতায় আনতে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে যোগ দিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার গেছে তাদের সহায়তা করতে যেন তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে।এর আগে শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন, বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য ২৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৮ কোটি টাকা) বরাদ্দ করেছিল। বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে এ অর্থ বরাদ্দ করা হয়। কিন্তু এই অর্থ পাঠানো হয়েছিল এমন একটি প্রতিষ্ঠানে, যার নাম কেউ শোনেনি এবং যেখানে মাত্র দুজন কর্মী কাজ করেন।

তিনি আরও বলেন, ‘ভেবে দেখুন, এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র দুজন লোক কাজ করে, সেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৯ মিলিয়ন ডলারের চেক পেয়েছে! আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে।’

ট্রাম্প বলেন, ‘রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কী। এটির মানে কী? এ ধরনের অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।’

তার এমন বক্তব্য নিয়ে দেশে তুমুল আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে আজ আবারো একই প্রসঙ্গে মন্তব্য করলেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও ভারতকে নিয়েও আজ কথা বলেছেন ট্রাম্প। তিনি আজ বলেন, ভারতকে কেন তারা সহায়তা করবেন? যেখানে ভারত তাদের পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮