• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]

আমু-মামুনসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ আসামিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এদিন গ্রেপ্তার শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে আমির হোসেন আমুকে খিলগাঁও থানার এক হত্যা মামলায়, সাদেক খানকে মোহাম্মদপুর থানার এক মামলায়, আদাবর থানার এক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রামপুরা থানার এক মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে, উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে, বাড্ডা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে বাড্ডা থানার মামলায়, একই থানার আরেক মামলায় সাবেক ডিসি মশিউর রহমানকে এবং যুব মহিলা লীগ নেত্রী তেজগাঁও থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, এসব আসামিদের গ্রেপ্তারের পর বিভিন্নভাবে থানার মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছেও অনেক মামলায়। এরপর তাদের কারাগারে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮