• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালনে অস্বীকৃতি, পাকিস্তানে শতাধিক পুলিশ সদস্যকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ২৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

চতুর্মুখী শঙ্কা ডিঙিয়ে দীর্ঘ ২৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসির কোনো বড় ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। তাইতো এ আয়োজনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তার প্রশ্ন। ভ্রমণকারী বিদেশি নাগরিকদের রক্ষায় মোতায়েন করতে হয়েছে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কিন্তু তাদের কেউ কেউ দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ জানিয়েছে, চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নির্ধারিত নিরাপত্তা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর জন্য পাকিস্তানের পাঞ্জাব পুলিশের ১০০ জনেরও বেশি পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মীরা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। খবর ইন্ডিয়া টুডের।পাঞ্জাব পুলিশের একজন কর্মকর্তা জানান, একাধিকবার কর্তব্যে অনুপস্থিত থাকার জন্য ১০০ জনেরও বেশি পুলিশ সদস্যকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। আরও অনেকে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন তাদের নির্ধারিত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন, তাদেরও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি আরও জানান, পুলিশ কর্মকর্তাদের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং নির্ধারিত হোটেলে ভ্রমণকারী দলগুলোর নিরাপত্তার জন্য নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তারা হয় অনুপস্থিত ছিলেন অথবা সরাসরি তাদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি লক্ষ্য করেছেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।

১৬ বছর পর গ্রুপ

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা কেন তাদের নির্ধারিত দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না থাকলেও, বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের কারণে বরখাস্তকৃত পুলিশ সদস্যরা অতিরিক্ত চাপ অনুভব করছিলেন। তাই তারা খেলা সংক্রান্ত দায়িত্ব না নিয়ে অন্য কাজে মোতায়েন হতে চেয়েছিলেন।

নিউজিল্যান্ড এবং ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে। মাত্র ছয় দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে পাকিস্তানের দুঃস্বপ্নের মতো বিদায় নিশ্চিত হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের দল, যা তাদের জন্য এক চরম লজ্জার অধ্যায় হয়ে থাকল।

২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাঁচ উইকেটের পরাজয়ের পরই পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই জয়ের ফলে নিউজিল্যান্ড ও ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। অন্যদিকে, পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮