• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]

শতকের রেকর্ডে আগের সব আসরের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ১৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটারদের দাপট চলছেই। আফগানিস্তানের বিপক্ষে জো রুটের দুর্দান্ত ১২২ রানের ইনিংস আসরটিকে নতুন এক মাইলফলকের সামনে এনে দাঁড় করিয়েছে। চলতি টুর্নামেন্টের দশম সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছে।

এর আগে সর্বোচ্চ দশটি সেঞ্চুরির রেকর্ড ছিল দুটি আসরে—২০০২ এবং ২০১৭ সালে। ২০০২ সালে ১৬ ম্যাচে এবং ২০১৭ সালে ১৫ ম্যাচে ব্যাটাররা দশবার শতকের দেখা পেয়েছিলেন। অথচ এবার মাত্র সাত ম্যাচেই সেই রেকর্ড ভেঙে গেছে, যা ব্যাটিং-বান্ধব পিচের ইঙ্গিত দিচ্ছে।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব আসরেই এমন রানের বন্যা দেখা যায়নি। ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে ১৫ ম্যাচের মধ্যে মাত্র তিনটি সেঞ্চুরি হয়েছিল, যা আসরের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, ২০০৬ সালে সবচেয়ে বেশি ২১টি ম্যাচ অনুষ্ঠিত হলেও, সেঞ্চুরির সংখ্যা ছিল মাত্র সাতটি।

এবারের আসরে একমাত্র পাকিস্তান ছাড়া সব দলই সেঞ্চুরির স্বাদ পেয়েছে। সামনে আরও ম্যাচ বাকি, তাই রেকর্ডের সংখ্যা কতদূর গড়াবে, তা বলাই মুশকিল!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮