• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]

আশাশুনিতে একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ১৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (০১ মার্চ) কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া দুই সহোদর হলে তেঁতুলিয়া গ্রামের মৃত একিম সরদারের মেজো ছেলে রফিয়াল সরদার (৭৫) ও ছোট ছেলে কফিল উদ্দিন সরদার (৭০)।

পারিবারিক সূত্রে জানা যায়, রাফিয়াল দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন । তিনি শুক্রবার রাত ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন। তার ছোট ভাই কফিল উদ্দিন এই মৃত্যুর খবর শুনে শনিবার বেলা ১১টার দিকে হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে রাফিয়াল চার ছেলে, দুই কন্যা ও স্ত্রী এবং কফিল উদ্দিন এক ছেলে, তিন কন্যা ও স্ত্রী সহ বহু গুণাগ্রহী রেখে গেছেন।

শনিবার জোহর নামাজের পর তেঁতুলিয়া জামে মসজিদের মাঠে দুই ভাইয়ের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুল, যুগ্ম আহবায়ক ও কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লা তুহিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকু, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বক্কার সিদ্দিক, নায়েবে আমির হাফেজ নুরুজ্জামান সহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১