• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]

৫০ লাখে ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩০ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘কালবেলা’ সংবাদের পাশাপাশি বিনোদন জগতের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলা নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও দর্শকদের মানসম্মত নাটক উপহার দিতে এ বছরের প্রথমদিনে যাত্রা শুরু করেছে ‘কালবেলা ড্রামা’। ইউটিউব চ্যানেলটির প্রথম নাটক তারকা জুটি নিলয় আলমগীর ও হিমিকে নিয়ে নির্মিত ‘পাগলের সুখ মনে মনে’। নতুন চ্যানেলে যাত্রা শুরু করেও ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লাখের বেশি দর্শক দেখেছেন নাটকটি।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আর্তমানবতা, প্রাণী ও প্রকৃতি প্রেমের গল্প ‘পাগলের সুখ মনে মনে’। শাহনেওয়াজ রিপনের পরিচালনায় সুস্ময় সুমনের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। এসআর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও অভিনয় করেছেন এই নাটকে। অভিনেতা, নির্মাতাদের পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে একটি কুকুরকে। টাইসন নামে কুকুরের পর্দায় অনবদ্য অভিনয় দেখে অবাক দর্শকরা।গল্পে নিলয় আলমগীর অভিনীত ‘পাগলা সুমন’ চরিত্রকে আর্ত মানুষ ও পশুপ্রেমীরূপে দেখা যায়। সমাজের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে তার এ অনন্য মানবতার নজির উল্টো তাকে ‘পাগলা’ উপাধি দেয়। হিমির চরিত্রটি শান্তশিষ্ট ও সংবেদনশীল। তানজিম হাসান অনিক ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের চরিত্র। এমন নানান চরিত্রে দুর্দান্ত এক নির্মাণ হয়ে উঠেছে নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮