নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইডেন কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু।তিনি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে ক্যাম্পাসে দেখে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে। বৈশাখীর ভাষ্য অনুযায়ী তিনি কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল।
তবে, শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই-আগস্টে ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীদের অমানবিক নির্যাতনকারী বৈশাখী নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কলেজে গিয়েছিল। তার কলেজে যাওয়ার পেছনে প্রতিষ্ঠানের কেউ সহায়তা করেছে কিনা তা খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলাকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। দোলা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।